Dari | আপনার দাড়ি আছে তো | দাড়ি রাখার উপকারিতা

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন |দাড়ি রাখা নবীর সুন্নত | আমরা সকলেই দাড়ি রাখার চেষ্টা করব, কেননা এতে আমাদের শরীরের অনেক উপকার হয় | চলুন জেনে নেয়া যাক এই দাড়ি থাকলে আমাদের কি কি উপকার হয়

Dari Babgla | দাড়ি রাখা কি পুরুষদের স্বাস্থ্যের জন্য ভালো?

Dari

এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে বিজ্ঞানী আর গবেষকদের মধ্যে।

বিবিসির এক অনুষ্ঠান, “ট্রাস্ট মি, আই অ্যাম এ ডক্টর” সম্প্রতি ঠিক এই প্রশ্নে একটা ছোট্ট পরীক্ষা চালিয়েছিল।

তার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন, ক্লিন শেভড পুরুষের চেয়ে দাড়িওয়ালাদের মুখে রোগ-জীবানু বেশি, এমন কোন প্রমাণ তারা পাননি।

অতএব দাড়ি রাখা স্বাস্থ্যের জন্য ভালো

আরো পড়ুন ,…..

WIFE CHEATING ON HUSBAND | ইসলাম কি বলে ?

এক স্ত্রী দুই স্বামী হারাম কেন ?

KALEMA | কালেমাঃ বাংলা উচ্চারণ, অর্থ, আরবি ও অডিও সহ

BOOKS / ইসলামিক বই PDF : ISLAMIC BOOK PDF BANGLA

GIRL NAMES | অর্থসহ মেয়ে শিশুদের ইসলামিক নাম। 500 +

ইসলামিক উক্তি | ALLAH LOVE QUOTES 140+

স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম, দোয়া, আগে ওপরে করণীয়

নামাজের দোয়া ও সূরা (বাংলা অনুবাদ,অর্থসহ আরবি)

তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন

১.দাড়ি রাখলে ত্বক নষ্ট হয় না,

২.দাড়ি রাখলে ব্রন ওঠে না,

৩.দাড়ি রাখলে মুখের ত্বক(ক্যান্সার) হয় না,

৪.দাড়ি রাখলে যৌনতা বৃদ্ধি পায়,

৫.দাড়ি রাখলে ১০ নারীকে কন্ট্রোল করা যায়,

৬.দাড়ি রাখলে একজন মেয়ে মনে করে যে তার চরিত্র ভাল।

৭.এক সমিক্ষায় দেখা গেছে দাড়ি ওয়ালা ব্যক্তিকে নারীরা বেশি পছন্দ করে। Dari

৮.দাড়ি রাখলে মানুষ আপনাকে সম্মান করবে,

৯.দাড়ি রাখলে ঠান্ডা ও গরমের টেম্পারেচার দরকার তাপমাত্রা দরকার তা ঠিক থাকে,

১০.আর যদি দৈনিক সেভ করে তাহলে তার যৌন শক্তি কমে যায়, চল্লিশ বছর পর তার যৌন শক্তি একেবারে ০ ভিতরে চলে আসে,

১১.দাড়ি রাখলে চোখের যতি ঠিক থাকে,

১২.দৈনিক দাড়ি সেভ করলে সৌন্দর্য কমে যায়,

১৩.দাড়ি রাখলে দুনিয়ার উপকার হবে,আখিরাতেও উপকার হবে, Dari

Dari Bangla translation Full

দাড়ি রাখার ২৫টি উপকারিতা | উপকারিতা জানলে আপনারও দাড়ি রাখার উৎসাহ জাগবে | #Dari

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা দাড়ি লম্বা করো এবং মোচ ছোট করো।
দাড়িসংক্রান্ত এ বিশুদ্ধ হাদিস একাধিক হাদিসগ্রন্থে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) নিজেও দাড়ি রাখতেন।

তাঁর দাড়ি ছিল কালো, গভীর, ঘন ও প্রশস্ত। তাঁর বক্ষ মোবারক দাড়িতে ভরে যেত। ইসলাম ধর্ম মতে, দাড়ি রাখা ওয়াজিব। চার মাজহাবের কোনো মাজহাবে এ নিয়ে বিতর্ক নেই। দাড়ি রাখা সুন্নত নয়,

যেমনটা এ যুগের কেউ কেউ ধারণা করেন। সুতরাং এক মুষ্টির নিচে দাড়ি কাটা বা ছাঁটা হারাম।

১৫.দাড়ি রাখলে আল্লাহ্ ও রাসুলুল্লাহ খুশি হন,

১৬. দাড়ি রাখার দ্বারা সকল নবীর সাদৃশ্য গ্রহন করা হয়,

১৭.দাড়ি রাখলে নাবীজির শাফা’আত লাভ হবে,

১৮.দাড়ি রাখলে কবরের আযাব মাফ হবে হয়,(নামাজও পরতে হবে)নইলে রবিঠাকুরের দাড়ি রেখে কোন লাভ নেই,

১৯.দাড়িওয়ালার মানুষের প্রতি মানুষের ধারনা ভাল হয় এবং মানুষের দো’আ পায়,

২০.দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে,

২১.ঈমান ঠিক থাকলে নাবীজির সাথে দেখা হবে এবং হাশর নাশর আল্লাহর ওলীদের সাথে হবে,

২২.দাড়ি রাখলে ইসলামের সভ্যতা অন্যতম প্রতিক বহন করে,

২৩.দাড়ি রাখলে মুনকার ও নাকীর এর সওয়াল জওয়াব সহজ হয়, Dari

২৪.লম্বা দাড়ি রাখলে ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া দমন করে,

২৫.দাড়ি রাখলে ঠান্ডা ও গরমের প্রতিক্রিয়া যে টেম্পেচার ওটা ঠিক থাকে,

২৬.দাড়ি রাখলে পাইরিয়ার মত অনেক গুলো রোগ থেকে মুক্তি পাওয়া যায়,

Disadvantages of not having a Dari | দাড়ি না রাখার ক্ষতি

দাড়ি না রাখার অসংখ্য ক্ষতি রয়েছে—এক. দাড়ি মুণ্ডানো বা ছোট করা মুশরিক, অগ্নিপূজক ও বিধর্মীদের অভ্যাস। আর মুসলমানদের জন্য বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা হারাম। মহানবী (সা.) ইরশাদ করেন,

‘যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য (বেশভূষা, আকার-আকৃতি) অবলম্বন করে, সে ওই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।’ (জামে ছগির, ২/৮)

দুই. দাড়িবিহীন চেহারা নারীজাতির চেহারার সঙ্গে সামঞ্জস্য রাখে। এ ধরনের সামঞ্জস্য অবলম্বন করা হারাম। তিন. এর ফলে আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতা প্রদর্শন হয়।

আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ ও তাঁর রাসুলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে।

’ (সুরা জিন, ২৩) চার. দাড়ি না রাখার মাধ্যমে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ও বিকৃতি ঘটানো হয়। আল্লাহ বলেন, ‘আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই।’ (সুরা রুম, ৩০) পাঁচ. দাড়ি না রাখলে অবিশ্বাসীদের অনুসরণ করা হয়।

অথচ আল্লাহ তাআলা অবিশ্বাসীদের অনুসরণ করতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, ‘এরপর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দ্বীনের বিশেষ বিধানের ওপর।

সুতরাং তুমি এর অনুসরণ করো; অজ্ঞদের খেয়াল-খুশির অনুসরণ করো না।’ (সুরা জাসিয়া, ১৮) ছয়. দাড়ি না রাখলে দৃষ্টিশক্তি হ্রাস পায়। সাত. সুরা-কেরাত শুদ্ধ থাকলেও আজান-ইকামতের যোগ্যতা ও সুযোগ থাকে না।

আট. নবীজির অন্তরে আঘাত দেওয়া হয়। নয়. অন্যান্য পাপ একবার করলে একবারই গুনাহ লেখা হয়। কিন্তু দাড়ি না রাখলে সব সময় গুনাহ লেখা হতে থাকে।

কেননা এটা গুনাহে জারিয়া বা চলমান গুনাহের অন্তর্ভুক্ত। দশ. কবরে মুনকার-নাকিরের প্রশ্ন-উত্তর কঠিন হয়ে যায়।

১৪.দাড়ি সেভ করার পেছনে একটা মানুৃষ দেড় বছর সময় অপচয় করে,অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয়,আচ্ছা এই টাকা যদি আমরা সাদকায়ে জারিয়া করি তাহলে,আখিরাতে ফল পাব কি পাব না,

শেয়ার করুন আর সবাইকে জানিয়ে দিন..
ধন্যবাদ….!

দাড়ি রাখার ফজিলত ও বৈজ্ঞানীক উপকারীতা-Islamic Bangla video

Is keeping a Dari good for men’s health?

Keeping a beard makes Allah and Rasulullah happy.

All the Prophets are resembled by having a beard,

If you keep a beard, the intercession of Nabiji will be gained.

If you keep a beard, the punishment of the grave will be forgiven, (should also wear prayers) otherwise there is no benefit in keeping the beard of Rabithakur.

Bearded people have better perception of people and get people’s prayers,

Having a beard increases the beauty of the face and carries the identity of heroism,

If Iman is right, we will meet Nabiji and Hashar Nasr will be with the Saints of Allah,

Keeping a beard is one of the symbols of Islamic civilization.

If you keep a beard, it becomes easier to answer the question of Munkar and Naqeer.

Keeping a long beard suppresses harmful germs and bacteria,

When keeping a beard, the temperature that reacts to cold and heat is right.

By keeping a beard, one gets rid of many diseases like pyorrhea,

Share and let everyone know..
Thanks….!